
শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার কলতাপাড়া এলাকায় এ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মৃত পিয়াস কলতাপাড়া গ্রামের খাঁ বাড়ির সাইফুল ইসলাম মেম্বারের ছেলে।
পারিবারিকসূত্রে জানা গেছে,ঘটনার দিন সন্ধ্যায়পিয়াসবাড়ির সামনে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা শুনেছি তবে এখনো কোন অভিযোগ পায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: