
শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে সোমবার উদযাপিত হয়েছে মহান মে দিবস। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মটরযান শ্রমিক ইউনিয়ন, রংমিস্ত্রী সমিতি, বৈদ্যুতিক কারিগরি শ্রমিক সমিতি, জাতীয়তাবাদী শ্রমিক দল বর্ণাঢ্য র্যালী বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতীয় শ্রমিক লীগের উপজেলা কমিটির আহবায়ক আব্দুস সামাদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ মঞ্জু, যুব মহিলা শ্রমিক লীগের সভাপতি তাসলিমা ইয়াসমিন কলি প্রমুখ।
অপরদিকে পৌর শহরের পাটবাজারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নেরউপদেষ্টা মোঃ শহীদুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, ইনসাব এর উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আবুল কাশেম চৌধুরী প্রমুখ।
মটরযান শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: