• ঢাকা
  • রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০৩ পিএম
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল

জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ সদস্যের প্রতিনিধিদল। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার পৌঁছে দলটি বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া ক্যাম্পে যায়।প্রতিনিধিদল প্রথমে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করে। এর পর ৪ নম্বর রোহিঙ্গা কাম্পের নিবন্ধন কেন্দ্র, লার্নিং সেন্টার ও ইউনিসেফের কার্যক্রম পরিদর্শন করে। এ সময় তারা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। 

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে ইইউ‘র প্রতিনিধিদল শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক করবে।ইইউ’র মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর নেতৃত্বে প্রতিনিধিদলে আছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) রাজনৈতিক উপদেষ্টা ভিক্টর ভেলেক, ঢাকায় ইইউ’র দূত চার্লস হোয়াইটলি ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্টিয়ান রিগার-ব্রাউন, ইইউ বাংলাদেশের হেড আনা অরল্যান্ডিনি প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image