• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রমজানে খেজুরের চাহিদা মেটাতে শুল্ক কমানোর ব্যাপারে কাজ করছে সরকার: বাণিজ্য মন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৩৩ পিএম
রমজানে খেজুরের চাহিদা মেটাতে শুল্ক কমানোর ব্যাপারে কাজ করছে সরকার: বাণিজ্য মন্ত্রী
স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজানে বাজার চাহিদা মেটাতে খেজুর আমদানির ওপর শুল্ক কমানোর ব্যাপারে কাজ করছে সরকার। 

বুধবার (০৬ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁও নাবিস্ক মোড়ে ডিসেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রি ও স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠাঔনে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মন্ত্রী বলেন, দেশ স্মার্ট হচ্ছে যার সাথে তাল মিলিয়ে ফ্যামেলি কার্ড রুপান্তর করা হচ্ছে ।যাতে নিম্ন আয়ের কেউ বাদ না পড়ে। আগামী জুনের মধ্যে সারাদেশে এক কোটি স্মার্ট কার্ড বিতরণ শেষ করা হবে বলেও জানান তিনি।

এসময় সরকারের প্রতি সাধারণ জনগণ মাসে দুইবার করে দেওয়ার আহবান জানান। 

এ সময় টিসিবির পণ্য নিয়ে সাধারণ জনগণ আনন্দ উচ্ছ্বাসিত ও সন্তোষ প্রকাশ করেন। তবে এই পণ্য মাসে দুইবার করে দেয়ার আহ্বান জানান তারা।

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image