• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মিয়ানমারের বিজিপি সদস্যরা এ সপ্তাহে ফেরত যাচ্ছে না : পররাষ্ট্রমন্ত্রী 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৩৪ এএম
মিয়ানমারের বিজিপি সদস্যরা ফেরত যাচ্ছে না
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, বৈরি আবহাওয়ার কারণে এ সপ্তাহে তারা ফেরত যেতে পারছেন না। দ্বিতীয় দফায় পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা সদস্য, শুল্ক কর্মকর্তাসহ মোট ১৮০ জন। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বেশ আগে থেকেই। চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কথা ছিল তাদের ফেরত যাওয়ার। আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশ তাদের ফেরত পাঠাতে চায়। 

সাংবাদিকদের মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারের কারাগারে ১৭০ বাংলাদেশি বন্দি রয়েছে জানিয়ে ড. হাছান বলেন, ‘তাদের ফেরত আনার বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছি। এ ব্যাপারে মিয়ানমার ইতিবাচক সাড়া দিয়েছে।’ 

মন্ত্রী বলেন, ‘মিয়ানমারের ১৮০ জনকে ফেরত পাঠাতে আমরা আলাপ-আলোচনায় আছি। তারা ফেরত নিতে সম্মতও হয়েছে। মিয়ানমার প্রস্তাব দিয়েছে, সমুদ্র পথে নিয়ে যাওয়া হবে। কিন্তু আবহাওয়ার কারণে সম্ভব হয়নি। আমরা আশা করেছিলাম, এ সপ্তাহের মধ্যে ফেরত পাঠাতে পারব, তবে এ সপ্তাহে হচ্ছে না। এর মধ্যে আবহাওয়া যদি শান্ত হয়, আগামী সপ্তাহ বা সহসাই তাদের ফেরত পাঠাতে পারব।’

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে কেমন সাড়া মিলছে প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুইজারল্যান্ডে জেআরপি সভায় আমাদের পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব যোগ দিয়েছেন। আমাদের প্রস্তাবিত অর্থ ও সহযোগিতায় গত বছরের তুলনায় ভালো সাড়া মিলছে।’ 

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অর্থপাচার বেশিরভাগ হয়েছে বিএনপির আমলে। পরে যে হয়নি তা নয়, সেগুলো নিয়ে নানা আন্তর্জাতিক আইন এবং জটিলতা রয়েছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image