
নিউজ ডেস্ক : পরিবহন ড্রাইভার ও শ্রমিকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সড়ক নিরাপত্তা নিয়ে বৈঠকের পর বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, টার্মিনাল ছাড়া বাস মালিকরা কোনো টোল আদায় করতে পারবে না। ঢাকার দুই সিটিতে আন্তঃজেলা বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ শুরু হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, মোটরসাইকেল আরোহীদের হেলমেটের মান নিয়ন্ত্রণের নির্দেশনা দেয়া হয়েছে। হেলমেটের মান নির্ধারণে বিএসটিআইর সঙ্গে কাজ চলছে।
এ সময় বিআরটিএ'র জনবল আরও বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার বাস ধর্মঘট করছে-- দলটির এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই বাস ধর্মঘট করার চিন্তা করে না। বিএনপির কোনো সমাবেশেই বাধা দেয় না সরকার। খুলনায় ও বরিশালে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাস মালিকরা জ্বালাও-পোড়াওয়ের ভয়েই তাদের যানবাহন চলাচল বন্ধ রেখেছিল।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: