• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নাকেরগঞ্জের মেধাবী ছাএী জান্নাতুলের চিকিৎসায় এগিয়ে আসুন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৭ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৪৫ এএম
মেধাবী ছাএী জান্নাতুলের চিকিৎসা
মেধাবী ছাএী জান্নাতুল

মোঃ জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জ প্রতিনিধি, বরিশাল:  বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী জান্নাতুল মাওয়া হঠাৎ জ্বর আসায় স্বাভাবিকভাবে পরিবার প্যারাসিটামল খাইয়েছিলো দিন কয়েক। তাতেও জ্বর না কমায় বরিশাল মেডিক্যাল কলেজে ডাক্তার টাইফয়েডের ধারণা করে ইঞ্জেকশন সাজেশন করেন। 

এতেও কাজ না হওয়ায় জান্নাতের মা জান্নাতকে ঢাকায় নিয়ে আসেন। ঢাকায় এসে জান্নাতের অবস্থা অত্যধিক সংকটাপন্ন হওয়ায় স্থানান্তরিত করা হয় আইসিইউতে। 

এখনো জান্নাতুল মাওয়া ঢাকার পিজি হাসপাতালের আইসিউতে ভর্তি আছে। কিন্তু রোগের অবস্থা পিলে চমকে যাবার ন্যায় কিংবা পায়ের তলা থেকে মাটি সরে যাবার চেয়েও ঢের বেশি। জান্নাত যে আক্রান্ত হয়েছে দুরারোগ্য ব্লাড ইনফেকশনে। চিকিৎসা বিদ্যায় এই রোগের নাম DIC বা Disseminated intravascular coagulation যার জন্যে প্রয়োজন দীর্ঘ চিকিৎসার। 

রোগ সনাক্তকরণ, বিভিন্ন পরিক্ষা, ঔষধ বাবদ ইতোমধ্যেই খরচ হয়ে গেছে ছয় লক্ষাধিক টাকা। ফলে মধ্যবিত্ত জান্নাতুল মাওয়ার পরিবার পড়েছে চিন্তার সমুদ্রে। তাই সকল সামর্থ্যবানদের এগিয়ে আসাই পারে জান্নাতের চিকিৎসার পাথেয়।

জান্নাতকে সাহায্য করার মাধ্যমঃ
বিকাশ (পারসোনাল, জান্নাতের ভাই)
01855987441
01725886828
নগদ (পারসোনাল,জান্নাতের খালা)
0 1942-249063
ব্যাংক একাউন্ট (জান্নাতের বাবার)
Name: Abdus Sobahan Haoladar
A/C: 0302100002999
Sonali Bank, Bakerganj, Barishal.

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image