
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধিকরণ, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল ঘোষণা সম্পর্কে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সালটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে তাদের মাঝে ফুটবলসহ ত্রুীড়া সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান। অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সায়মা সুলতানা,প্রধান শিক্ষক তাসমিন জাহান, অভিভাবক রুহুল আমিন, রোকসানা বেগম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: