• ঢাকা
  • রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চায় যুক্তরাষ্ট্র: উজরা জেয়া


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৪৩ পিএম
আমরা সবাই সংলাপের জন্য রয়েছি
সংবাদ সন্মেলনে উজরা জেয়া

নিউজ ডেস্ক:  বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র সংলাপ চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, "...আমরা সবাই সংলাপের জন্য রয়েছি কিন্তু এতে আমাদের সরাসরি সম্পৃক্ততা নেই।'

তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা তাকে দৃঢ় প্রতিশ্রুতির কথা বলেছেন। 'আগামী ৫০ বছরের জন্য আমাদের সম্পর্ক আরও গভীর করার জন্য আমরা বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান চাই।'

দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে উজরা জেয়ার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশের পক্ষে ছিলেন আইন, শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা করেন উজরা জেয়া।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন চায়, জোরপূর্বক প্রত্যাবাসন নয়। তবে এর জন্য মিয়ানমারের পরিস্থিতি এখনো অনুকূল নয়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image