• ঢাকা
  • রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আহমদ ছফার স্মরণে বক্তৃতা সভা শনিবার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪২ পিএম
আহমদ ছফা তীক্ষ্ণ মেধার অধিকারী সৃষ্টিশীল লেখক
বরেণ্য লেখক আহমদ ছফা

নিউজ ডেস্ক:  বরেণ্য লেখক আহমদ ছফা ছিলেন একজন জনবুদ্ধিজীবী ও সংগঠক। ষাটের দশক থেকে তার সাহিত্য জীবন শুরু। মাত্র ৫৮ বছর বয়সে এই কিংবদন্তির মৃত্যু হয়। এই ক্ষণজন্মা ব্যক্তিত্বের স্মরণে প্রতি বছর জুলাইয়ে ‘আহমদ ছফা স্মৃতিবক্তৃতা’ হয়।

এবারের এ আয়োজনে বক্তৃতার বিষয় ‘ছফার আঁকা সুলতানের মুখ’। এতে আলোচনা করবেন খ্যাতিমান নির্মাতা নূরুল আলম আতিক। আগামী শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠিত হবে।  আলোচনায় উপস্থিত থাকবেন লেখক ও অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। আয়োজনে সংগীত পরিবেশন করবেন সানি জুবায়ের।

আহমদ ছফা ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী এক সৃষ্টিশীল লেখক। একাধারে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, সমালোচনা, অনুবাদ ও শিশুসাহিত্যে তার অবদান উল্লেখযোগ্য। অনেক সাহিত্য সমালোচকের মতে, বাঙালি মুসলমান লেখকদের মধ্যে মীর মোশাররফ হোসেন ও কাজী নজরুল ইসলামের কাতারেই ছফার অবস্থান। সুবিধাবাদের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠ ও আদর্শনিষ্ঠতায় তিনি আজও স্মরণীয়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image