
আন্তর্জাতিক ডেস্ক
তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে। খবর বিবিসির।
তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে। খবর বিবিসির।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপ শহরের কাছে ১৭.৯ কিলোমিটার গভীরতায় এটি আঘাত হানে। আঙ্কারা ও তুরস্কের পুরো অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনগুলোর নিচে অনেক মানুষ আটকে থাকতে পারে।
এদিকে দিয়ারবাকিরে বিবিসির তুর্কি সংবাদদাতা জানান, শহরের একটি শপিং মল ধসে পড়েছে।
গাজিয়ানটেপের গভর্নর দাভুত গুল টুইটারে বলেন, শহরে ভূমিকম্পটি প্রবলভাবে অনুভূত হয়েছে। গুল জনসাধারণকে বাড়ির বাইরে অপেক্ষা করার এবং শান্ত থাকার পরামর্শও দিয়েছেন।
ইউএসজিএস আরো জানায়, তুরস্কের মধ্যাঞ্চলেও শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। প্রথম কম্পনের প্রায় ১১ মিনিট পর আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ৯.৯ কিলোমিটার গভীরতার ঐ ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: