• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পানির অভাবে ২৫০ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৩১ পিএম
পানির অভাবে ২৫০ বিঘা জমির
বোরো আবাদ অনিশ্চিত 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪ নাম্বার দিওড় ইউনিয়নের বড় বাইলশিরা গ্রামের পূর্ব দিকে বোরো আবাদের বিশাল ধানের মাঠে চলতি মৌসুমে পানির অভাবে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। সেখানে নেই কোন সেচ ব্যবস্হা,কোন সেচ ব্যবস্থা না থাকার কারণে স্হানীয় কৃষকগণ হাহুতাস শুরু করেছে বলে জানা যায়। 

উক্ত বিষয়ে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঘটনাস্থলে গিয়ে জানা যায়,সেই স্হানে অতীতে একটি গভীর নলকূপ ছিল যাহা বর্তমানে অকেজো হয়ে পড়েছে। উক্ত গভীর নলকূপটির কোন যন্ত্রাংশও নাই,এমতাবস্থায় এলাকার কৃষক গন উপজেলা প্রশাসন বরাবর স্বাক্ষরিত একটি সাবমারসিবল টিওবয়েলের আবেদন করেন। 

উক্ত বিষয়টি বিলম্ব হওয়ায় স্থানীয় কৃষকগণ হাহুতাশ শুরু করেছে। এবিষয়ে তারা জানান,বোরো মৌসুমের আবাদের বর্তমানে চারা লাগানোর সময় শেষের দিকে। 

সেই লক্ষ্যে তারা আরও বলেন অতি দ্রুত এখানে একটি সাবমারসিবল টিউবওয়েল এর  স্থাপন জরুরি হয়ে পড়েছে। আর তা না হলে ২৫০ বিঘা জমির আবাদ করা সম্ভব হবে না। তাই কৃষকগণ অতি দ্রুত একটি সাবমারসিবল পাম্প স্থাপনের জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image