• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দুদকে এসে সাংবাদিকদের ধন্যবাদ জানালেন ড. ইউনুস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০২ পিএম
ইউনুস
দুদকে ড. ইউনুস

নিউজ ডেস্ক: দুদকের করা মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। হাজিরা শেষে বাইরে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, 'আমাকে ডেকেছে, আমি এসেছি। আমার বলার কিছু নেই। তবে আপনারা কষ্ট করে এসেছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ। যেহেতু এটা আইনি বিষয়। আমার আইনজীবী এটার ব্যাখ্যা দেবেন। কোনো অপরাধ করিনি।' এরপর উপস্থিত সব সংবাদিকদের সালামও দেন তিনি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০২৩) সকাল সাড়ে ৯টার পরে দুদক কার্যালয়ে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। সেখানে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান সকাল ৯টা ৪৭ মিনিট থেকে ১১টা পর্যন্ত ড. ইউনুসকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদ থেকে বের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন ড. ইউনূস। প্রথমে রাজি না হলেও পরে সাংবাদিকদের সঙ্গে কিছু কথা বলেন এই নোবেলজয়ী। 

এসময় ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, গ্রামীণ টেলিকমের ১০৬ কর্মচারী শ্রম আদালতে মামলা করেছিলেন। মামলায় বলা হয়েছে, কেন তাদের নীট মুনাফার ৫ শতাংশের অংশ দেওয়া হবে না। এ নিয়ে ট্রেড ইউনিয়নেও মামলা হয়েছিল।

আব্দুল্লাহ আল মামুন দাবি করেন, ‘এ মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক। এর কোনো আইনগত ভিত্তি নেই।’

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image