• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পল্টন ও বিজয়নগরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৪৮ পিএম
টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে
পুলিশের সঙ্গে বিএনপি সংঘর্ষ

নিউজ ডেস্ক:  রাজধানীর পল্টন ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির কর্মীরা বিজয়নগর পানির ট্যাংকির কাছে টায়ারে আগুন লাগিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে  পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে এ সংর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপি’র মহাসমাবেশস্থলের কাছাকাছি বিজয়নগর এলাকায় পুলিশের দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানে থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। এ সময় বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। বিএনপি নেতাকর্মীরা রাজধানীর পল্টন মোড় থেকে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন।

রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি যাত্রীবাহী বাসও ভাঙচুর করা হয়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image