• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:০০ পিএম
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত
আবু সায়েম মাহমুদী

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে দ্রুতগামী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু সায়েম মাহমুদী (২৬) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। 

শনিবার ১১টার দিকে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কের গণ্ডগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবু সায়েম মাহমুদী রওনা ইউনিয়নের ভারইল মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে। পিতা নাম হেলাল উদ্দিন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ১১টার দিকে তিনি ভারইল মসজিদ থেকে মোটরসাইকেলযোগে গফরগাঁও বাজারে যাচ্ছিলেন। রাওনা ইউনিয়নের গন্ডগ্রাম এলাকায় বীপরিত দিক থেকে আসা দ্রুতগতির একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা খোঁজ পেয়ে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’ ট্রাক্টর লরি ও চালককে শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে নিহতের পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি বলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image