
শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : সৌদি আরবের সাথে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নূরমহল সুরেশ্বর শরীফে শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় নূরমহল সুরেশ^র শরীফে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে ইমামতি করে মোঃ ইব্রাহিম শেখ। নূর মহল সুরেশ্বর শরীফে মহিলাদের জন্য ঈদের জামাত আদায়ের ব্যবস্থা করা হয়।
গৌরীপুরসহ আশে পাশের বিভিন্ন অঞ্চলের ভক্ত অনুসারীরা নূরমহল সুরেশ্বর শরীফে ঈদের জামাতে অংশ গ্রহণ করেন।
নূর মহল সুরেশ্বর দরবার শরীফের পীর ও মুর্শেদ সৈয়দ শাহ নূরে আফতাব পারভেজ নূরী বলেন, চাঁদের হিসাব অনুযায়ী সৌদি আরবের সাথে মিল রেখে দেশের একদিন আগে রোযা রাখি ও ঈদ উদযাপন করি।
প্রসঙ্গত, শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের ভক্ত অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে রোযা ও ঈদ উদযাপন করে।
সুরেশ্বর দরবার শরীফের একটি শাখাগৌরীপুরের ‘নূরমহল সুরেশ্বর শরীফ’।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: