তোমার ছায়াভেজা রাতের বিরহ
গাউসুর রহমান
তোমার ছায়াভেজা রাতের বিরহ
ক্ষেপে গিয়ে বলেঃ 'বসন্ত তুমি চুপ রহ ' ;
প্রেমের যুগ্মধ্বনি কোথায় উধাও
বাসন্তী রাত তুমি শুধাও ।
নির্বীজক অন্ধকারে প্রেম নেই
রক্তপদ্মে কামাগ্নি জ্বেলে প্রেম তামাদি এভাবেই ।
শরীর মনের জ্যামিতির প্রহরে
কার ষড়যন্ত্র প্রতিভা কাজ করে ?
আমার হৃদয়কে শূলবিদ্ধ করে
তোমার শরীর মন শুদ্ধ প্রণয় পাঠ করে।
আমাকে নিয়ে কানামাছি খেলে
বলো তুমি কী পেলে?
বৃষ্টিতে ভিজলেই এক পশলা প্রেম
গাউসুর রহমান
বৃষ্টিতে ভিজলেই এক পশলা প্রেম
আমাকে জড়িয়ে ধরে,
হৃদয়ের ঘন্টা বাজতে থাকে কাছে চাই তখন তোমাকে ।
চোখের জল অশ্রুবিলাপে মাতে
কতো মুদ্রা জমা হলো হৃদয় খাতে
ছায়াবৃত তোমাকে আমার শরীর মনে ডাকে
তুমি তখন সংশয়ের ধোঁয়ার পাঁকে।
তোমার শরীর মনে রয়েছে অমোচনীয় দাগ
আজকাল তোমার শরীর মনের সঙ্গে রয়েছে আমার কতো না ফাঁক ,
শরীর মনের ব্রিজ ভেঙে গেলে
দ্বিধা সংশয় সেখানে ডানা মেলে ।
ফাঁকা দুঃখগুলো বাঁকা হতে থাকলে আমাকে তাহলে কোথায় রাখলে ?
গাঢ় খরতাপেও আমি আঁধারের মিছিলে
জ্যোৎস্নার আলোতে তুমি আমাকে কিভাবে দেখিলে ?
মানুষের মর্মতলে নেই বিবেক
গাউসুর রহমান
এখানে গাছের ছায়া নেই
পাখির ওড়াওড়ি নেই
বাউলের একতারা ও দেখা যায় এখানে
কিয়ামতের আঁধার নেমেছে সেখানে ।
হৃদয়ের রক্তক্ষরণ থেকে গুচ্ছ গুচ্ছ ফুল ছুটে যাচ্ছে দিগ্বিদিক
এখানে পাথর থেকেও অন্ধকার বেরিয়ে আসে
এখানে আকাশ বিদীর্ণ হয়ে গেছে কবেই ।
এখানে মানুষ জীবনের যন্ত্রণায় মাথা খোঁড়ে অবিরাম
পূর্ণ থেকে শূন্য হয়ে এখানে বারবার ঘরে ফেরা
মানুষ মানুষের হৃদয়ের শরাব পান করে ছুটে না জীবনের ঘোড়া ।
মানুষের শরীরে মনে ফুটছে কাঁটার পর কাঁটা
হাঁটতে হাঁটতে মানুষের থেমে গেছে পা
পাথর ফাটছে একের পর এক
মানুষের মর্মতলে নেই বিবেক ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: