• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সবার আদালতের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে: প্রধান বিচারপতি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১৪ এএম
বিচার বিভাগের চাকাটা কীভাবে সচল করা যায়
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

নিউজ ডেস্ক:  ক্ষমতার ভারসাম্য রক্ষায় জুডিসিয়ারিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে সবার আদালতের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। জুডিসিয়ারিকে গতিশীল করতে হবে। আমি বারবার বলি, যদি জুডিসিয়ারি ফেল করে তাহলে গণতন্ত্র ফেল করবে। আর গণতন্ত্র ফেল করলে রাষ্ট্র অকার্যকর হবে। আমার একার দায়িত্ব না, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এই বিচার বিভাগের চাকাটা কীভাবে আরও সচল করা যায়।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। বাগেরহাট পিসি কলেজের সাবেক শিক্ষার্থী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সংবর্ধনা দিতে অনুষ্ঠানটির আয়োজন করে পিসি কলেজিয়ানস অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

সংবর্ধনা কমিটির আহ্বায়ক আইনজীবী শেখ আলী আহমেদ খোকন অনুষ্ঠান সঞ্চালনা করেন। পিসি কলেজিয়ানস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বেগ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি শেখ আব্দুল আউয়াল, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নুর দুলাল প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image