• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা খুব জরুরি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩২ পিএম
শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খুব জরুরি
সাংস্কৃতিক প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্টার : শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা খুব জরুরি। কারণ, মানুষ হয়ে জন্মালেই মানুষ হয় না। মানুষ হয়ে জন্মানোর পর মানুষ হতে হলে তার মানবিকতার গুণসহ আরও অনেক গুণ অর্জন করতে হয়। সেই জন্যই সুস্থ দেহ ও সুন্দর মন দরকার, তাই প্রয়োজন সংস্কৃতির চর্চা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।

২৬ মে (শুক্রবার) সকালে চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড়স্থ কদম মোবারক এম. ওয়াই. বালক বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে পাথারঘাটার ঐতিহ্যবাহী সাহিত্য সংস্কৃতিসহ বহমূখী সাস্কৃতিক প্রতিষ্ঠান "বিশ্বতান স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ ইং" পুস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন।

বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জি.এম.সামশুদ্দিনের উদ্বোধনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন,শিল্পপতি রিয়াজ ওয়ায়েজ। এতে সংবর্ধীত অতিথিদের মধ্য বক্তব্য রাখেন দেশের খ্যাতিমান সংস্কৃতি সেবক জিন্নাত আলী, নাসির উদ্দিন হায়দার, আরিফ আহমদ, ফারহানা বেগম ও মোহাম্মদ আব্দুল নূর।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সংস্কৃতি সেবক নরেণ সাহার সার্বিক তত্বাবধানে উক্ত আয়োজনের মূল নির্দেশক ছিলেন খোকন মালাকার, প্রধান সমন্বয়কারী ছিলেন কনক বিশ্বাস ও সাধারণ সম্পাদিকা সংগীত শিল্পী অর্পিতা আচার্য্য। 

এসময় প্রতিযোগী ছাড়াও সুশীল শ্রেণির বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাপশন- বিশ্বতান স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জি, এম নুর আনোয়ার হোসেন, কাউন্সিল শৈবাল দাশ সুমন ও শিল্পপতি রিয়াজ ওয়ায়েজসহ সংগঠনের কর্মকর্তারা। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image