• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জি-২০ সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন পুতিন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:২৫ পিএম
সোমবার এমনটি জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়।
 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

নিউজ ডেস্ক:  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন এবং সম্মেলনে তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাবেন। সোমবার এমনটি জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয়। খবর এএফপি’র।

মোদির কার্যালয় বলেছে, তিনি টেলিফোনে পুতিনের সাথে কথা বলেছেন। এ সময় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার তার সিদ্ধান্তের জন্য পরস্পরের একটি বোঝাপড়া প্রকাশ করেছেন। এ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অংশগ্রহণ করবেন।

নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে স্নায়ুযুদ্ধ চলাকাল থেকেই সম্পর্ক রয়েছে। এখনো ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের সাথে বৃহত্তর নিরাপত্তা সম্পর্ক বজায় থাকা সত্ত্বেও রাশিয়ার ইউক্রেন আগ্রাসন প্রশ্নে ভারত মস্কোর স্পষ্ট নিন্দা করা থেকে বিরত রয়েছে।

মোদি ও পুতিন দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি সমাপ্ত ব্রিকস শীর্ষ সম্মেলনসহ পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেছেন ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image