নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে জাঁকজমক ভাবে মেয়র কাপ ২০২৪ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে একটি প্রীতি ম্যাচ ১০ফেব্রুয়ারী পৌর ঈদগা মাঠে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।
ঘোড়াশাল পৌর মেয়র আল্ মুজাহিদ তুষার এঁর সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষ্যে সৌজন্য ম্যাচ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ পলাশের সাংসদ ডা আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা সাবেক মেয়র শরীফুল হক (আসন্ন পলাশ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী)।
উদ্বোধনী সৌজন্য ম্যাচ খেলায় আরো উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, মোহামডানের নীতি নির্ধারক দলের সাবেক খেলোয়ার জর্জি গোমেজ। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ্ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধন শিক্ষক বরুন চঁন্দ্র দাস এবং এলেকার গণ্যমান্য সুধীজনসহ ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলাবৃন্দ।
প্রতিদ্বন্দ্বিতা মুলক এই প্রীতি ম্যাচ খেলাটি অনুষ্ঠিত হয় সাবেক তারকা খচিত মোহামডান একাদশ বনাব তুষার একাডেমীর মধ্যে। এই প্রীতি ম্যাচ খেলায় তুষার একাডেমি ১-০ গোলে জয়লাভ করে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: