• ঢাকা
  • রবিবার, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাড্ডায় বোমা তৈরির কারখানার সন্ধান, ৬৫ বোমাসহ আটক ৩


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:০২ পিএম
রাজধানীর বাড্ডায়, বোমা তৈরির কারখানার সন্ধান, আটক ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বোমা তৈরির কারখানায় ৬৫ বোমাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। যেগুলো বিস্ফোরণ ঘটালে ৩০ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে সক্ষম। গ্রেপ্তারকৃত তিনজন হলেন, ফাহিম, লিমন ও আকুল। এরা সবাই জুতার কারখানা কাজ করে।

বুধবার (২২ মে) সন্ধ্যায় র‍্যাব–৩ এর অধিনায়ক মো. ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেন। 

র‍্যাব–৩ এর অধিনায়ক জানান, বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরীর কারখানার সন্ধান পাওয়া গেছে। আমরা ৮–১০ দিন আগেই খবর পেয়েছি। এটি নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি গ্রুপ। এখানে বোমা তৈরি করে তা সারা দেশে সরবরাহ করে। ২–৩দিন আগে একবার ধরার চেষ্টা করেছিলাম, তখন সম্ভব হয়নি। এখানে অত্যাধুনিক হাত বোমা তৈরি করে। বোমার তৈরি করা অবস্থায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৬৫টি বোমা তৈরি অবস্থায় পেয়েছি।’

মো. ফিরোজ কবীর বলেন, ‘সজীবের মাধ্যমে কন্ট্রাক্ট হয়। ২৬ হাজার টাকায়। ২-৩ঘণ্টার জন্য কাজ করবে। বোমাগুলো অনাবিল বাসে করে আজ রাতেই গাজীপুর পাঠানোর কথা ছিল। সজীবের কাছে শুধু তথ্য ছিলো মাছুম সংগ্রহ করবে। মাছুমই ক্রেতা ঠিক করে দেয়।’

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ‘বোমার গঠন, আকার ও ওজন বিবেচনা করে বোম্ব ডিস্পোজাল ইউনিট সিদ্ধান্তে উপনীত হয়েছে এগুলো ককটেলের মতো নয়, অনেক শক্তিশালী বোমা। ট্রিগার মেকানিজমের বোমা। হাওয়াতেই ব্রাস্ট করা সম্ভব। প্রায় ৩০মিটার জায়গায় প্রভাব বিস্তার করতে পারতো। অত্যন্ত বিপদজনক।’

র‍্যাবের ধারণা উপজেলা নির্বাচন ও ঈদ ঘিরে নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে বোমাগুলো তৈরি করা হচ্ছিল। 

র‍্যাব–৩ এর অধিনায়ক বলেন, ‘এর আগে তিন জায়গায় বোমা তৈরির চেষ্টা করেছে। ডেমরা, সাভার ও বাড্ডা। সজীব সিদ্ধান্ত নেয় কোথায় বাসা ভাড়া নিয়ে তৈরি হবে। সজীব হয়তো আশপাশেই ছিলো। তাকে খুঁজছি। নূন্যতম ১০০ বোমা তৈরির কথা ছিলো। বাড়ির মালিককেও খোঁজা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে তার সংশ্লিষ্টতা আছে কিনা।’

 

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image