• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

স্মার্ট বাংলাদেশ গড়বে সৃজনশীলরাই : শিক্ষামন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩২ পিএম
স্মার্ট বাংলাদেশ গড়বে সৃজনশীলরাই
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

ডেস্ক রিপোর্টার : বঙ্গবন্ধুর দেখানো পথে শিক্ষাখাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নতুন লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন বলেছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে যোগ্য ও সৃজনশীল মানুষ তৈরি করব। তারাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আমরা নতুন শিক্ষাক্রম তৈরি করেছি, টেকসই প্রযুক্তি ব্যবহার করছি, অবকাঠামোগত উন্নয়ন করছি এবং ব্যাপকভাবে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি।

শনিবার (৩ জুন) চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, বাজেট বরাদ্দ প্রতিবছরই বাড়ছে, এ বছরও গত বছরের তুলনায় অনেক বেড়েছে। একই সঙ্গে আমাদের জিডিপির আকার তুলনামূলক অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের যেসব মেগাপ্রকল চলছে, এগুলো শেষ হলে শিক্ষাই হবে আমাদের অন্যতম মেগাপ্রকল্প।

শিক্ষামন্ত্রী বলেন, এখন আমাদের মূল চ্যালেঞ্জ শিক্ষাখাতে যে বরাদ্দ পাওয়া গেছে, সেটা সঠিকভাবে কাজে লাগানো। গবেষণার জন্যও বরাদ্দ রাখা হয়েছে। আশা করি, বিশ্ববিদ্যালয়গুলো এ বরাদ্দ কাজে লাগিয়ে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image