চাটমোহর (পাবনা) প্রতিনিধি : অস্তিত্ব সংকটে বড়াল নদ,আদালতের আদেশ বাস্তবায়নে বর্তমান অবস্থা নিয়ে কমিউনিটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত স্থানীয় বড়াল বিদ্যা নিকেতনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এস এম মিজানুর রহমান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষিকা ফিরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন ও উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান। মূল নিবন্ধ উপস্থাপন করেন বেলা রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী তন্ময় সান্যাল।
আলোচনায় অংশ নেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল ও সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিবুর রহমান। সভায় শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: