চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি এলাকার বড়াল নদে এ পোনামাছ অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, মৎস্য সম্পসারণ কর্মকর্তা প্রসেনজিৎ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান,রাজশাহী বিভাগ মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বড়াল নদে ১০ হাজার পিচ কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: