• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লক্ষ্মীপুর জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩৬ পিএম
লক্ষ্মীপুর, জেলা, ট্রাস্কফোর্স কমিটি, সভা, অনুষ্ঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস লক্ষ্মীপুর জেলায় মেঘনা নদীতে জাটকা ইলিশসহ সব ধরনের মাছ নিষিদ্ধ এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলক কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান, রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়ালসহ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ, কোষ্টগার্ড, নৌপুলিশসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক সুরাইয়া জাহান মার্চ এপ্রিল ২ মাস নদীতে যে কোন ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ অভিযান চালানোর নির্দেশ দেন।

পাশাপাশি বরফকল সমূহের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন সহ সব ধরনের ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image