নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিপিএলের দশম আসরের অষ্টম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বরিশালের হয়ে খেলতে নেমে এ মাইলফলক স্পর্শ করেন মুশফিক।
এ ম্যাচের আগে মুশফিকের বিপিএল পরিসংখ্যান ছিলো ১০৭ ম্যাচে ২৯৭৬ রান। ৩ হাজার ক্লাবে নাম লেখাতে ২৪ রান দরকার ছিলো মুশফিকের। বরিশাল ইনিংসে ১২তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে বিপিএলে ৩ হাজার রান পূর্ণ করেন মুশফিক। এর আগে খুলনা টাইগার্সের বিপক্ষে বিপিএলের প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেন তামিম ইকবাল।
৩ হাজার ক্লাবে নাম লিখিয়েই তামিমকে টপকে বিপিএলের সর্বোচ্চ রানের মালিক হন মুশফিক। ৯২ ম্যাচের ৯১ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ২৫টি ফিফটিতে তামিমের রান ৩০২৪। আর ১১৪ ম্যাচের ১০৮ ইনিংসে ২০টি ফিফটিতে ৩০৩৮ রানের মালিক মুশফিক। মাইলফলকের ম্যাচে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬২ রান করেন মুশফিক।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: