
নিউজ ডেস্ক: অবশেষে জানা গেলে কেন বিশ্বকাপ দলে নেই তারকা ক্রিকেটার তামিম ইকবাল। বুধবার বিকালে ফেসবুকে তিনি সবিস্তারের জানান। বিশ্বকাপ দলে তামিম কে নিয়ে পরীক্ষা নিরীক্ষা সুযোগ না দেওয়ার কারণে বাংলাদেশ দলের নির্বাচকরা তাকে দল থেকে বাদ দিয়েছে।
তামিমকে নির্বাচক কমিটির একজন প্রস্তাব দিয়েছিল নিচে নেমে খেলার জন্য। তাতে তামিম রাজি না হলে দল থেকে তাকে চলে যেতে হয়। এছাড়া তামিমকে প্রথম ম্যাচ না খেলারও প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনটা তিনি জানাচ্ছেন। ক্রিকেট বোর্ডের কার সঙ্গে তামিমের এসব আলাপ হয়েছে তার নাম প্রকাশ করেননি তিনি।
একজন ইনডিভিুজায়াল বলে তিনি তাকে সম্বোধন করেন। এই ইনডিভিজুয়াল কে তা জানা যায়নি।
সে যাই হোক তামিম সুস্থ। তার কোনো ইনজুরি নেই। তিনি পাঁচটির বেশি ম্যাচ খেলবেন না। এমন কোনো কথা তিনি আদৌ বলেননি। এসব গুজব মিথ্যা রটনা। তিনি বাংলাদেশ দলে খেলতে চান। তবে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। তাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হোক এমনটা তিনি চাননি। এজন্য তিনি নিজে স্বপ্রনোধিত হয়ে দল থেকে তাকে বাদ দিতে বলেন নির্বাচকদের।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: