• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মঠবাড়িয়ায় বই বিতরণ উৎসব উদযাপিত 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০১ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০৩ পিএম
মঠবাড়িয়ায়
বই বিতরণ উৎসব উদযাপিত 

মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে নতুন বছরে প্রাক- প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। 

রোববার (১ জানুয়ারী) বিপুল উৎসাহ - উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ৪৭ টি মাধ্যমিক, ৪৮ টি মাদ্রাসা ২০৬টি প্রাথমিক সহ ৩৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০ হাজার ৬'শ ৪৭ জন শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেওয়া হয়। বই উৎসব উদযাপন অনুষ্ঠানে পৌর শহরের ঐতিহ্যবাহী সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উর্মি ভৌমিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী,

সহকারি শিক্ষক গোলাম মোস্তফা সিদ্দিকী, গোপাল চন্দ্র শীল প্রমূখ।অপরদিকে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় মিলনায়তনে পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর প্রধান অতিথির আসন অলংকৃত করে  শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন। 

এছাড়াও পৌর শহরের ঐতিহ্যবাহী খাসমহল লতীফ ইনিস্টিটিউশন সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে  বই বিতরণ উৎসব কার্যক্রম উদযাপিত হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image