• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১৮০ জন খামারী পেল গো- খাদ্য সহায়তা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৫ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৫২ পিএম
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১৮০ জন
খামারী পেল গো- খাদ্য সহায়তা

পিরোজপুর  প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রলয়ংকারী ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ১৮০ জন খামারীকে এক বস্তা (২৫ কেজি) করে গো-খাদ্য সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (৪ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে খামারীদের মাঝে এসব গো- খাদ্য বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাঃ নূর আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন তালুকদার,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, সংবাদ কর্মী ও খামারীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাঃ নূর আলম জানান,ঘূর্ণিঝড় রেমালে মঠবাড়িয়ার গবাদিপশু খামারীগন ক্ষতিগ্রস্ত হয়েছে। গো খাদ্যের ও ঘাটতি দেখা দিয়েছে। 

এ জন্য সরকারি উদ্যোগে ১৮০ ক্ষতিগ্রস্ত খামারীকে গো-খাদ্য প্রদান করা হচ্ছে। যেন, তারা তাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারে। যদিও প্রয়োজনের তুলনায় এই গো-খাদ্যের পরিমাণ অপ্রতুল,আরো সরকারি সহায়তা পেলে খামারীগণ উপকৃত হতো। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image