• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মঠবাড়িয়ায় অবৈধ ইটের ভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৩৮ পিএম
মঠবাড়িয়ায় অবৈধ ইটের ভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
অবৈধ ইটের ভাটা

পিরোজপুর প্রতিনিধি : হাইকোর্টের আদেশ অমান্য করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুটি অবৈধ ইটের পাজায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারি )বিকালে উপ‌জেলার বেতমোড় রাজপাড়া ও আমড়াগাছিয়ার গোলবুনিয়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম। অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমান আদালত আইন লঙ্ঘন করে ইটের পাজা পোড়ানো অবস্থায় দেখতে পেয়ে মৃত আবদুল কাদের এর ছেলে ইসাহাক কে পঞ্চাশ হাজার ও গোলবুনিয়ার মোস্তাফিজুর রহমানের ছেলে আল আমিন কে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও একই সাথে অবৈধ ইটের পাজা বন্ধ করে দেয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল কাইয়ূম গণমাধ্যমকে জানান জানান,পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা ও ইটের পাজা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। দুটি মামলায় ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩' বাস্তবায়নের লক্ষে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।জন স্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image