• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কাবুলের মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০ মুসল্লি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২৩ এএম
মসজিদে বিস্ফোরণে নিহত ৫০ মুসল্লি
কাবুলের মসজিদে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে ৫০ জনের বেশি মুসল্লি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে কাবুলের পশ্চিমাঞ্চলের খলিফা সাহিব মসজিদে নামাজের পর এঘটনা ঘটে।

মসজিদ কর্তৃপক্ষের ধারণা, জুমার নামাজের পর মুসল্লিরা মসজিদে বসে জিকর করার সময় আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিস্ফোরণে ১০ জন নিহতের কথা জানিয়েছে।

অন্যদিকে, ৬৬ জনের মরদেহ গ্রহণ করার কথা জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো। এছাড়া ৭৮ জন আহত হয়ে হাসপাতালগুলোতে চিকিতসা নিচ্ছে বলেও জানানো হয়।

এখনও হামলার দায় স্বীকার করে নি কোন গোষ্ঠী। তবে হামলায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির হুশিয়ারি দিয়েছেন ক্ষমতাসীন তালেবানের মুখপাত্র।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

গেল কয়েক সপ্তাহে আফগানিস্তানজুড়ে বেশ কয়েকটি বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটেছে।  এসব হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image