
নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার সাক্ষ্য দিতে কানাডার দুই পুলিশকে সমন দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে গঠিত অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর তারা আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেবেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
কানাডা অ্যান্ড রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সদস্য মিস্টার কেভিন ডুজ্ঞান ও লিয়ড স্কুইপ্পকে সমন জারি করেছেন আদালত।
১৯ অক্টোবর মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমকে জেরা করার দিন ধার্য ছিল।
প্রসঙ্গত, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: