• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৪৫ মিনিট বন্ধ থাকলো মেট্রোরেল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৭ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪৩ এএম
৪৫ মিনিট বন্ধ থাকলো
মেট্রোরেল

নিউজ ডেস্ক : রেল চালুর কিছুক্ষণ আগে সোমবার (৭ আগস্ট) সকালে ত্রুটি ধরা পড়ে।  মেরামত করে আবারও চালু করা হয় মেট্রোরেল। এমআরটি লাইন-৬ এর জিএম অপারেশন মো. ইফতেখার হোসেন এবিষয়টি নিশ্চিত করেছেন।

আরও জানান তিনি , মেট্রোরেল বন্ধের সময় এবং সকালে চালুর সময় পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়। সকালে চালুর আগে পরীক্ষার সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ত্রুটি ঠিক করে দ্রুত রেল চালু করা হয়।
 
তিনি বলেন, মেট্রোরেল যেহেতু বিদ্যুতে চলে তাই এরকম ছোটখাট যান্ত্রিক ত্রুটি হতেই পারে। সকালে মেট্রোলের বন্ধ থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। অনেককেই স্টেশনে রেলের অপেক্ষায় থাকতে দেখা যায়।
 
গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই অংশে চলছে ট্রেন। ধাপে ধাপে এ অংশের ৯টি স্টেশন চালু হয়েছে। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image