
মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ নবীনগরের কাজলিয়া থেকে পরিত্যাক্ত ৬৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ২৭ জানুয়ারী শুক্রবার দুপুরে ১২ টায় এসব গুলি উদ্ধার করা হয়। জানাযায়,ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন কাজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন স্কুল ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মানের জন্য ভেকু দিয়ে মাটি উত্তোলণ করা হচ্ছিল।
শুক্রবার দুপুরে মাটি উত্তোলণের সময় গুলি গুলো স্থানীয়রা দেখে প্রশাসন কে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গুলি গুলো উদ্ধার করেন। স্থানীয় এক বাসীন্দা বলেন,১৯৭১সালে মুক্তি যুদ্ধের সময় এখানে মুক্তি যোদ্ধাদের আস্তানা ছিল, তারা মনে হয় গুলি গুলো এখানে রেখে গেছেন।
শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোঃ কামাল হোসেন বলেন,উপজেলা কাজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবণ নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি উত্তোলণ করার সময় ৬৮ টি রাউন্ড এলএমজি গুলি দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসন কে খবর দিলে ঘটনা স্থলে পুলিশ গিয়ে গুলি গুলো উদ্ধার করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: