
নিউজ ডেস্ক: পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘অবৈধ’ ঘোষণা করার পর দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি তার সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামাবাদ পুলিশ লাইন্সের রেস্ট হাউসে প্রায় দুই ঘণ্টা করেন বৈঠক তারা। খবর জিও নিউজের
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি পিটিআই প্রধানকে দেশের পরিস্থিতি সম্পর্কে জানান। পরে ইমরান খান গিলগিট বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদকে ফোন করে ডাকেন। পরে তিনিও বৈঠকে অংশ নেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এ বৈঠক।
প্রসঙ্গত, ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়ে নিন্দা জানান প্রেসিডেন্ট আরিফ আলভি।
চিঠিতে তিনি বলেন, ইমরান খানকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
তিনি বলেন, এই ঘটনার ভিডিও দেখে আমি ও পাকিস্তানের জনগণ হতবাক হয়েছি। ভিডিওতে দেখা যায়, একজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। ইমরান খান একজন জনপ্রিয় নেতা ও একটি বড় রাজনৈতিক দলের প্রধান।
বৃহস্পতিবার ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়টি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এক আবেদনের শুনানিতে দেশটির প্রধান বিচারপতি ওই নির্দেশ দেন। প্রধান বিচারপতি বলেন, আদালত চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনাটি বেআইনি।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: