• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শেষ হল চরমোনাইর অগ্রহায়নের মাহফিল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪৮ পিএম
শেষ হল চরমোনাইর অগ্রহায়নের
মাহফিল

বরিশাল প্রতিনিধি : আখেরী মোনাজাতের মধ্য দিয়া শেষ হল চরমোনাইর অগ্রহায়ন মাসের তিন দিন ব্যাপী বার্ষিক মাহফিল। 

গত ২২ নভেম্বর বাদ যোহর চরমোনাইর বর্তমান পীর মুফতি সৈয়দ মোঃ  রেজাউল করিমের উদ্ভোধনী বয়ানের মাধ্যমে শুরু  হয় তিন দিন ব্যাপী বার্ষিক মাহফিল। দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ,লাখ ভক্ত, মূরীদ গন বিশাল সামিয়ানার  নিচে বসে ইসলামী আলোচনা শোনেন।

প্রতি বছর ২ বার এই মাহফিল হয়।প্রথম বার অগ্রহায়ন এবং  ২য় বার ফাল্গুন মাসে।  

২৫ নভেম্বর সকাল ৮ টা বাংলাদেশের শান্তি কামনা সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর  শান্তি ও নিরাপওা কামনা করে মহান আল্লাহর নিকট লাখো মুসল্লীর অস্রুশিক্ত নয়নে আমিন  আমিন ধ্বনি তে মুখরিত হয়ে ওঠে চরমোনাই মাদ্রাসা  ময়দান।

সমাপনী  অধিবেশনর বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, মানুষ আজ আল্লাহ্কে ভূলে অহরহ  নাফরমানীর দিকে  যাচ্ছে। প্রতিটি মানুষের মনে আল্লাহ ভীতি  তৈরি  করতে হবে। 
তাকওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে কবরে যাওয়ার প্রস্তুুতি নিতে হবে প্রত্যেক মুসলমানকে।আল্লাহর  ভয় যার অন্তরে নেই ঐ লোক আলেম, হলেও তার কোন মূল্য নেই। আখেরী মোনাজাতে অংশ গ্রহন কারী বিভিন্ন  প্রশাসনিক,রাজনৈতিক, ও সাংবাদিকদের ধন্যবাদ জানান  পীর সাহেব চরমোনাই।

এবারের  অগ্রহায়ন মাসের  মাহফিলে ২ (দুই) জন মুসুল্লির মৃত্যু হয়েছে। 

এদের মধ্যে  এক জন ঢাকা দক্ষিণ  সিটির ওয়ারী থানার মোঃ এনামুল ( ২১)  নদীতে গোসল  করার সময় মারা যায়।এবং  অপর জন নারায়ণগঞ্জের ফতুল্লার মোঃ কেরামত আলী (৭৫)  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  মারা যায়। তাদের মরদেহ  জানাযা শেষে  স্বজনদের কাছে  পাঠিয়ে দেয়া হয়েছে। 

মাহফিল উপলক্ষে  প্রতিবছরের ন্যায় মুসুল্লিদের চিকিৎসা  সেবা দেওয়ার জন্য  এবার ও অস্থায়ী হাসপাতাল খোলা হয়। এ বার অগ্রহায়নের মাহফিলে প্রায় ১৫০০/- পনের শত জন মুসুল্লির চিকিৎসা  সেবা দেওয়া হয়েছে বলে জানান, মাহফিল মিডিয়া উপ- কমিটির  সদস্য কেএম শরীয়তউল্লা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image