• ঢাকা
  • বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সচেতন হন, ডেঙ্গু প্রতিরোধ করুন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:২২ এএম
সচেতন হন
ডেঙ্গু প্রতিরোধ করুন

নিউজ ডেস্ক : দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের হাসপাতালগুলোতে ৮৮৯ জন ভর্তি হয়েছে।

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে, পরিবেশ পরিচ্ছন্নতার ওপর নজর দিতে হবে বলে পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে সংস্থাটি আহ্বান জানিয়েছে।
    
ডেঙ্গুর লক্ষণ :    
শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি নিম্নের ২টি লক্ষণ দেখা দিলে ডেঙ্গু সন্দেহে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

- তীব্র মাথা ব্যথা , চোখের পেছনে ব্যথা
- শরীরের পেশি ও জয়েন্টসমূহে ব্যথা 
- বার বার বমি করার প্রবণতা •নাসিয়া গ্ল্যান্ড 
   ফুলে যাওয়া 
- শরীরে র‌্যাশ ওঠা।
    
    তীব্রডেঙ্গুরলক্ষণ : 
•    ডেঙ্গু হওয়ার ৩ থেকে ৭ দিন পর হতে 
        পারে;
•    শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে 
        যাওয়া, তীব্র পেট ব্যথা; 
•    ক্রমাগত বমি করা, বমির সাথে রক্ত 
        যাওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া; 
•    শরীরে অবসাদ বোধ করা, অস্থিরতা বোধ 
        করা।


ব্যক্তিগতসতর্কতা : 
•    ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা 
        সবসময় বন্ধ রাখতে হবে;
•    মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব 
        শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক 
        পরিধান করতে হবে।

কমিউনিটির সচেতনতা বৃদ্ধি : 
•    পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে;
•    পরিচ্ছন্নতা অভিযানে সকলকে সরাসরি যুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে।

মশার প্রজনন রোধে নিম্নলিখিত কাজগুলো করতে হবে :

•    ঘরে ও আশেপাশের যে কোন পাত্রে বা 
     জায়গায় মাঠ অথবা রাস্তায় পানি জমতে 
     দেওয়া যাবে না;
•    ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার 
     ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার 
     দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে;
•    ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারিকেলের মালা,                  কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল ইত্যাদিতে এডিস মশা ডিম পাড়ে বিধায় এগুলো পরিষ্কার রাখতে হবে; 
•    পানি যাতে না জমেসেজন্য অব্যবহৃত পানির পাত্র ধ্বংস করতে হবে অথবা উল্টে রাখতে হবে;
•    দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে;
•    ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image