• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গফরগাঁওয়ে দিনেরবেলায় কাপড়ের দোকান লুটে নিল দুর্বৃত্তরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:০১ পিএম
গফরগাঁওয়ে দিনেরবেলায়
কাপড়ের দোকান লুটে নিল দুর্বৃত্তরা

গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার সকালে একটি কাপড়ের দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে।  পুলিশ ও এলাকাবাসী জানায়, (১৫ মার্চ) শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার শিবগঞ্জ-গয়েশপুর সড়কের দীঘা এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য রতন ফকিরের কাপড়ের দোকানের মালামাল সহ নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

এ বিষয়ে রতন ফকির জানান, সকালে একজন ফোন দিয়ে জানায় আমার দোকানের তালা ভেঙে মালামাল লুট করে নিয়ে যাচ্ছে একদল দুর্বৃত্ত। তাৎক্ষণিকভাবে দোকানে গিয়ে দেখি ক্যাশ কাউন্টার থেকে নগদ ৫০ হাজার টাকাসহ ঈদে বিক্রির জন্য আনা থান কাপড় লুট করে নিয়ে গেছে। দুর্বৃত্তরা প্রাইভেট কার নিয়ে এসেছিলো বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

মাত্র ১০ মিনিটেই দোকানের চারটি তালা ভেঙে নগদ টাকা সহ ৩ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়। দোকানমালিক রতন ফকির বলেন, ’এ ব্যাপারে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছি।’ 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, ’এঘটনায় পুলিশ আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছে এবং তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছে। ’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image