
নিউজ ডেস্ক: তেলের ডিপো বিস্ফোরণে আজারবাইজানের নগরনো কারাবাখ অঞ্চলে ২০ জনের মৃত্যু হয়েছে । এই ঘটনায় শতাধিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটজনক। মঙ্গলবার আর্মেনিয়ান কর্তৃপক্ষ এই তথ্য সংবাদ মাধ্যমে জানিয়েছে।
হাসপাতাল সূত্র থেকে বলা হয় ৩০০ মতো আগুনে পোড়া লোক ভর্তি হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কা জনক।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ বলছে ঘটনাস্থলে ১৩ জনের মৃত দেহ তারা পেয়েছে। এদের পরিচয় তারা জানতে পারেনি। হাসপাতালে আরো ৭ জন মারা গেছে।
আর্মেনিয়ান সরকারের পক্ষ থেকে বলা হয় সেই অঞ্চল থেকে ১৩ হাজার ৩৫০ শরণার্থী সীমান্ত অতিক্রম করে তাদের দেশে আশ্রয় নিয়েছে। বিতর্কিত ওই এলাকায় ১ লক্ষ ২০ হাজার এথনিক আর্মেনিয়ান লোকের বাস।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: