বরিশাল প্রতিনিধি: ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞার আইন অমান্য করায় ইলিশ ধরার অপরাধে ৪৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩৫০০০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিভাগীয় মৎস্য অফিস সুএে জানা যায়, ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ৯০৩ টি অভিযান চালানো হয়, এবং ৩৪৪ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। গত আট দিনের অভিযানে ২০৫১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে এবং ১০ লাখ ৮২ হাজার ৮০০ মিটারঅবৈধ জাল জব্দ করা হয়।বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মধ্যরাত সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ। এসময় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: