
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট সংলগ্ন ৪ তলা ভবনের নিচতলায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে। লালবাগ ও চকবাজারের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের আধাঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার বিকেলে ৪টা ৪৭ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে লালবাগ ও চকবাজারের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৫টা ১০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হন।
চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানাটিতে কোন হতা-হতের ঘটনা ঘটেনি। কারখানাটির মালিকের খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। তাছাড়া এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ফায়ারসার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, তাৎক্ষনিক খবর ঘটনাস্থলে উপস্থিত হন ফায়ারসার্ভিসের কর্মীরা। তারা আধাঘন্টার চেষ্টায় কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রসঙ্গত, ৫ টার দিকে কারখানাটিতে আগুন লাগে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: