
নিউজ ডেস্ক: আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন লাভের আশায় দ্বিতীয়বারের মতো লস আঞ্জেলসে বিতর্ক অনুষ্ঠিত হলো রিপাবলিকান শিবিরে। এবারের বিতর্কেও অনুপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টার এই বিতর্কে তুমুল তর্ক শুরু হয় সাত প্রার্থীর মধ্যে। তর্ক এক পর্যায়ে মডারেটরদের সঙ্গে হতে থাকে। নিকি হ্যালির সঙ্গে বিবেক রামাসোয়ামীর তর্ক হয়। এক পর্যায়ে নিকি হ্যালিকে নির্বোধ বলে মন্তব্য করেন রামাসোয়ামী।
এরপর বিবেকের ওপর ধারাবাহিক প্রশ্নবান ছুড়ে দেন অন্য রিপাবলিকান প্রার্থীরা। একজন বিবেক রামাসোয়ামীকে প্রশ্ন করেন। আপনি চীনের বিরুদ্ধে এই করবেন সেই করবেন বলে নিজেকে চীন বিরোধী বানাচ্ছেন অথচ আপনি নিজের ব্যবসা শুরু করেছেন চীনের সঙ্গে।
জবাবে রামাসোয়ামী বলেন আমি তাদের সঙ্গে ব্যবসা বন্ধ করে দিয়েছি। রিপাবলিকানদের তৃতীয় বিতর্ক হবে ফ্লোরিডার মিয়ামিতে।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: