
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ডা: হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তি-২০১৯এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারী শুক্রবার সকালে উপজেলার ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল।
শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসক ডাঃ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও একরামুল ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, ঢাকা ৭ নং ওয়ার্ডের কাউন্সিল তোফাজ্জল হোসেন টেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিশোধ সদস্য নাসির উদ্দীন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ, ইউপি চেয়ারম্যান মো.আবু মোছা সহ আরো অনেকই।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: