• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ট্রেনে ঈদযাত্রায় স্বস্তিতে মানুষ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:১১ পিএম
স্বস্তিতে মানুষ
ট্রেনে ঈদযাত্রা

নিউজ ডেস্ক : ট্রেনের আগাম টিকিটে ঈদযাত্রায় রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। রোববার (২৫ জুন) রাজধানীর ট্রেন স্টেশনগুলোতে দেখা যায়নি কোনো ভিড়। বিনা টিকিটের যাত্রীদের স্টেশনে ঢুকতে না দেয়ায় স্বস্তিতে রয়েছে মানুষজন।

ট্রেনে উঠা যাত্রীরা বলেন, কিছুটা ভোগান্তির কথা মাথায় নিয়েই বাসা থেকে বের হয়েছি, তবে এখানের পরিবেশ দেখে স্বস্তি লাগছে। ফুরফুরে মেজাজে বাড়ি যাব এটাই অনেক বড় কিছু।

সকাল থেকে দুপরের আগে ১২ জোড়া ট্রেন যাত্রী নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে। নির্ধারিত সময়েই প্লাটফর্মে আসছে প্রতিটি ট্রেন।  

যাত্রীচাপ সামাল দিতে আজ পঞ্চগড়, লালমনিরহাটসহ তিনটি রুটে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। সবমিলিয়ে ৫২ জোড়া ট্রেনে ৫০ থেকে ৬০ হাজার যাত্রী আজ ঢাকা ছাড়তে পারবেন বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image