
মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনাল (সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথম দিনেই অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩৫ জন।
উপজেলার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, জিএম পাইলট উচ্চ বিদ্যালয় ও দারুস সুন্নাহ সিদ্দিকীয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা দিচ্ছে। বিদ্যালয়ের গেটের বাহিরে অপেক্ষা করছেন অভিভাবকরা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতর সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় ২ হাজার ৩শত ৩৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করার কথা থাকলেও জেনারেল শাখায় ১৬৮১ পরিক্ষার্থীর মধ্যে ১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত।
দাখিল পরীক্ষায় ৩৪৩ জনের মধ্যে ১৩ জন অনুপস্থিত। ভোকেশনাল পরীক্ষায় ৩০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জনসহ মোট ৩৫জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, জানান,উপজেলার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যাল, ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ম দাদুল চোকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দারুস সুন্নাহ সিদ্দিকীয় মাদ্রাসা কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের এসএসএসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রে লোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোনপ্রকার বিঘ্নতার ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষাগুলোর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: