বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। মাসের প্রতি কার্ডধারীর জন্য ৩০ কেজি (১বস্তা) করে চাল বিতরণের উদ্বোধন করেন দিওড় ইউনিয়নের স্মার্ট ডিজিটাল রূপকার চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
রোববার (১৯ শে মে) দুপুরে উপজেলার ৪ নং দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে ৪ শত ২ বস্তা চাল ৯ টি ওয়ার্ডের ৪ শত ২ জন উপকারভোগীর মাঝে বিতারণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,ওয়ার্ড সদস্য মুক্তার হোসেন, আজগর-১, আজগর-২ এবং সদস্য রবিউল ইসলাম,১,২,৩ সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ফেনসী আরা বেগম,৭,৮,৯ সংরক্ষিত মহিলা সদস্য মোছা: আরিফুননা বেগম।
ইউনিয়নের সকল ভাতাভোগীর উপস্থিতিতে চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল সাংবাদিকদের বলেন, ৪শত ২ বস্তা চাল মোট ৯ টি ওয়ার্ডের ৪ শত ২ জন ভিডব্লিউবি কার্ডধারীর মাঝে বিতরণ করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: