• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিরামপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ পালিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৯ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:০৯ এএম
বিরামপুরে
ভূমি সেবা সপ্তাহ ২০২৪ পালিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে দিনাজপুরের বিরামপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে রেলি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ই জুন) সকাল ১০ ঘটিকায় বিরামপুর ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। অত্র সভায় একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে ভুমি সেবা সপ্তাহের অনুষ্ঠান আরম্ভ হয়। 

এসময় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন,বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবীর, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান,সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন,বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার,মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার,বিরামপুর প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক হাফিজ উদ্দিন  সরকার,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন,বিরামপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান সহ  প্রমুখ গন। 

এছাড়াও স্থানীয় সুধীজন রাজনৈতিক নেতৃবৃন্দ,ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসন বলেন,দালাল মুক্ত ভূমি অফিস করতে যা যা প্রয়োজন সবকিছুই করবো এবং নামজারি করতে ৭০ টাকা আবেদন ফিস এবং ১১০০ টাকা ডিসিআর বাবদ ফিস দিতে হবে,এর বাহিরে কেউ টাকা চাইলে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেব আমার মোবাইল নাম্বার  ০১৭৬১৪৯৩৫৪৬  অনলাইনে রয়েছে ২৪ ঘন্টা খোলা থাকবে। 

এছাড়াও তিনি আরোও বলেন,ভূমি সেবা সাপ্তাহ ৮ তারিখ হতে আগামী ১৪ তারিখ পর্যন্ত একসাথে ভূমি সেবা সাপ্তাহ অব্যাহত থাকবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image