
ইউসুফ বাবলু, বিশেষ প্রতিবেদক: গত ৩রা জুলাই পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী মেয়রদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ অনুষ্ঠান শেষে গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন( জাহাঙ্গীর আলমের মা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে তার পুত্র গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের জন্য সুপারিশ করেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে আশস্ত করেন এবং জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য করে বলেন এলাকায় গিয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ কর।
শপথ অনুষ্ঠানে পাঁচ সিটি কর্পোরেশনের মেয়র খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক, রাজশাহীর এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশালের আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), সিলেটের আনোয়ারুজ্জামান চৌধুরী ও গাজীপুরের জায়েদা খাতুন শপথ গ্রহন করেন।শপথ অনুষ্ঠানের প্রথম সারিতে তার মায়ের পাশে জাহাঙ্গীর আলমকে বসতে দেখা গেছে, এতে বুঝা যাচ্ছে প্রধানমন্ত্রী গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ব্যাপারে আস্থাশীল।
উল্লেখ্য গত ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জায়েদা খাতুন নির্বাচিত হলেও গাজীপুর নগরবাসী মনে করে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ইমেজ ও দলীয় নেতাকর্মীদের ভালবাসা,ও দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর কারনেই তার মা জায়েদা খাতুনকে জনগণ বিপুল ভোটে নির্বাচিত করে।
ঢাকানিউজ২৪.কম / এস
আপনার মতামত লিখুন: