
নিউজ ডেস্ক : যাত্রীবাহী একটি বাস ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় উল্টে ১৪ জন নিহত হয়েছে। বাসটিতে ৫০ থেকে ৭০ জনের মতো যাত্রী ছিল। দুর্ঘটনায় ২০-২৫ জন যাত্রী আহত হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটির নাম বাশার স্মৃতি পরিবহন। পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিল বাসটি। পথে ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত একজন যাত্রী জানিয়েছেন, চালক বাসটি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: